• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

বগুড়ায় বিষাক্ত মদ পানে মৃত্যু

পুলিশের অভিযানে করতোয়া হোমিও থেকে ১৫’শ লিটার এ্যালকোহল জব্দ

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ ফেব্রুয়ারি ২০২১

বগুড়ায় বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনার পর থেকে চলছে পুলিশী অভিযান। আজ বৃহস্পতিবার বগুড়া শহরের নাটাইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ‘করোতোয়া হোমিও ল্যাবোরেটরীতে’ অভিযান চালিয়ে ১৫’শ লিটার ইথানল স্প্রিটসহ ঔষধ তৈরীর বিভিন্ন উপকরণ ও মেশিনপত্র আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) ফয়সল মাহমুদ জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে করোতোয়া হোমিও ল্যাবরেটরীতে অভিযান চালনো হয়। এখান থেকে ১৫’শ লিটার ইথানল স্প্রিট উদ্ধার করা হয়। এ ছাড়াও ঔষধ তৈরীর বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। মালিক পক্ষ যদি এসব এর বৈধ কাগজপত্র থাকে তা হলে আদালতের নির্দেশক্রমে তাদেরকে জব্দকৃত মালামাল ফেরত দেওয়া হবে। এছাড়া আমরাও কাগজপত্র যাচাই বাচাই করছি পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য, করতোয়া হোমিও হলের জন্য বছরে বরাদ্দ রয়েছে ২৯ লিটার এ্যালকোহল।

অপর দিকে করতোয়া হোমিও ল্যাবরেটরীর পক্ষ থেকে স্বত্বধিকারী সাহেদুল আলমের স্ত্রী ও জামাই জানান, তাদের শুধু মাত্র দোকানের জন্য ২৯ লিটার এ্যালকোহল ব্যবহারের অনুমোদন রয়েছে। তবে তারা আমদানী করে এই পরিমানে ইথানল স্ত্রিট নিয়ে এসেছে ল্যাবোটরীতে হোমিও ঔষুধ প্রস্তুতের জন্য।

বগুড়ায় বিষাক্ত এ্যালকোহল পানে ২০জন মারা গেছে। তবে আজ কোন মৃত্যু খবর পাওয়া যায়নি। অন্যদিকে এঘটনায় গ্রেপ্তারকৃত ৪জন ২দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। এখনও তাদের কাছ থেকে উল্লেখযোগ্য কোন তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads