• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

ভালুকায় মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই শুরু

  • ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ ফেব্রুয়ারি ২০২১

ময়মনসিংহের ভালুকায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর অনুমোদনবিহীন গেজেট নিয়মিত করণের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট যাচাই বাছাই নির্দেশিকা ২০২০ ইং অনুযায়ী আজ শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই শুরু হয়।

প্রথম দিনে উপজেলার উথুরা ও মেদুয়ারী ইউনিয়নের ৯৭জন মুক্তিযোদ্ধার যাচাই বাছাই করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ১১টি ইউনিয়নের মোট ৪শত ৫জন মুক্তিযোদ্ধার গেজেট যাচাই বাছাই করা হবে। উপজেলা যাচাই বাছাই কমিটিতে রয়েছেন, আহবায়ক কোম্পানি কমান্ডার নাজিম উদ্দিন, সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, বীর মুক্তিযোদ্ধা হাজী বিল্লাল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা শুক্কুর মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহাম্মেদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads