• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

চাঁদপুর প্রথম টিকা নিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি ২০২১

সারাদেশের ন্যয় চাঁদপুরে আজ রোববার কোভিড-১৯ এর টিকা প্রদান শুরু হয়েছে। সকালে সিভিল সার্জন কার্যালয়ে কেন্দ্রীয় ভাবে স্বাস্থ্যমন্ত্রী কর্তৃক উদ্বোধনী ভিডিও কনফারেন্সে যোগদেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, মেয়র, চিকিৎসক, সাংবাদিকসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

আজ রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় চাঁদপুরে টিকাদান কার্যাক্রম টেলিকনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

এরপর চাঁদপুরে প্রথম টিকা গ্রহণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। পরে সিভিল সার্জন ড. মো. সাখওয়াত উল্যাহ, মেয়র মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারসহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র চিকিৎসক, নার্স, শিক্ষকবৃন্দ টিকা গ্রহণ করেন।

সিভিল সার্জন ড. মো. শাখাওয়াত উল্যাহ জানান, দুপুর পর্যন্ত জেলার ৮ উপজেলায় ১৬০জন টিকা গ্রহণ করেছেন। এখন পর্যন্ত সকলেই সুস্থ আছেন। উপজেলাগুলোতে আমাদের প্রশিক্ষিত নার্সরা টিকা দিচ্ছেন। আমি নিজেও টিকা নিয়েছি, আপনারাও নিবেন। কোন ধরণের ভয় পাওয়ার কারণ নেই। জেলায় এ পর্যন্ত মোট ৭২ হাজার টিকা এসেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads