• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
আখাউড়ায় প্রথম টিকা নিলেন উপজেলা নির্বাহী অফিসার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আখাউড়ায় প্রথম টিকা নিলেন উপজেলা নির্বাহী অফিসার

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনাভাইরাসের প্রথম টিকা নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরে-এ আলম। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রথম টিকা দিয়ে এর শুভ সুচনা করা হয়। দ্বিতীয় টিকা নিলেন আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া। এরপর পুলিশ সদস্য মো. রমিজ উদ্দিন, আবুল হাসেম ভূইয়া ও মো: কামাল। এ প্রতিবেদন (বিকাল সাড়ে ৩টা) লেখা পযর্ন্ত সর্বমোট ৯ জন টিকা নিয়েছেন। এর আগে দুপুরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকাদান কর্মসূচি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করেন কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরে-এ আলম ,পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন শফিক আলিয়া, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান, আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী, জেলা পরিষদ সদস্য মো. আতাউর রহমান নাজিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. কামাল বাশার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল,উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলু প্রমুখ।

হাসপাতাল সূত্র জানায়, আখাউড়া উপজেলাতে ২৮০ ভায়াল টিকা এসেছে। ২ হাজার ৮০০জন এ টিকা নিতে পারবেন। রবিবার বিকাল পযর্ন্ত ১৪৩ জন টিকার জন্য নিবন্ধন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান বলেন প্রথম যারা টিকা নিয়েছেন এখন পযর্ন্ত সভাই ভাল আছেন। কোন প্রকার অসুবিধে হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads