• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

মুন্সিগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি ২০২১

মুন্সিগঞ্জের সদর উপজেলায় পারুল বেগম(৪২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী আলমগীর খান (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার (৭ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশিপুর গ্রামে এ হত্যাকান্ড ঘটে। এঘটনায় আজ সোমবার ভোর ৩টায় স্বামী আলমগীরকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। আটক আলমগীর ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকার মোসলেম বেপারির ছেলে। তারা কাশিপুর এলাকায় মালেক বেপারির জায়গা ভাড়া নিয়ে বাড়ি তৈরি করে বসবাস করছিল।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, নিহত গৃহবধু পারুলের সাথে স্বামী আলমগীরের দীর্ঘদিনযাবত দাম্পত্য কলহ চলে আসছিলো। রোববার (৭ফেব্রুয়ারী) রাতে কলহের জেড়ে কথা-কাটাকাটি একপর্যায় আলমগীর গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে পারুলকে।

এঘটনায় স্থানীদের মাধ্যমে ৯৯৯ এ কল পেয়ে ভোর ৩টার দিকে অভিযুক্ত স্বামীকে আটক ও নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads