• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
বাড়ির পাশে শাক তুলতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

প্রতীকী ছবি

সারা দেশ

বাড়ির পাশে শাক তুলতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ ফেব্রুয়ারি ২০২১

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার চর গ্রামে বাড়ির পাশে শাক তুলতে গিয়ে ১৩ বছরের  এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। পুলিশ সম্রাট নামের একজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এ বিষয়ে ধর্ষিতার মা বাদীহয়ে  মেঘনা থানায় রোববার তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি বিকালে ওই কিশোরী তার আট বছরের ভাগ্নিকে নিয়ে বাড়ির পাশের পুকুর পাড়ে শাক তুলতে যায়। পথে মানিকার চর গ্রামের হৃদয় আহমেদ  (২১) , মো. হৃদয় (২০) ও সম্রাট (১৮) কিশোরীকে পথ রোধ করে। সম্রাট কিশোরীর ভাগ্নিরমুখ চেপে ধরে দূরে নিয়ে যায়।  অন্য দুইজন কিশোরীর মুখে গামছা বেঁধে ধর্ষণকরে। ধর্ষিতার চিৎকারে মা ও বড় বোন এগিয়ে গেলে ধর্ষকরা পালিয়ে যায়।

কিশোরীর মা সাংবাদিকদের জানান,  আমরা গরিব মানুষ, স্বামী অসুস্থ।আমি ২০০ টাকা রোজে প্রতিদিন মাটিকাটার লেবার হিসেবে কাজ করি। এর আগেও অনেকবার ওরা রাস্তাঘাটে আমার মেয়েকে উত্ত্যক্ত করেছে। মান সম্মানের ভয়ে কাউকে কিছু বলিনি। মেয়ের এই সর্বনাশের উপযুক্ত বিচার চাই।

মেঘনা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন, আমরা আসামি সম্রাটকে গ্রেপ্তার করেছি। সে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে কুমিল্লা কোর্টে প্রেরণ করেছি। বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে। ধর্ষণের শিকার ওই কিশোরীর মেডিকেল চেকআপের জন্য আলামতসহ কুমিল্লা পাঠিয়েছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads