• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
শ্রীমঙ্গলে টেস্টটিউব বেবি কার্যক্রমের যাত্রা শুরু

সংগৃহীত ছবি

সারা দেশ

শ্রীমঙ্গলে টেস্টটিউব বেবি কার্যক্রমের যাত্রা শুরু

  • শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০২১

শ্রীমঙ্গলে ৯ নিঃসন্তান দম্পতি নিয়ে টেস্টটিউব বেবি কার্যক্রমের যাত্রা শুরু করেছে দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার। মঙ্গলবার রাত ৯টায় দীপশিখা সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত মৌলভীবাজার জেলার চিকিৎসক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান দীপশিখা সেন্টারের চীফ কনসালটেন্ট ডা. নিবাস চন্দ্র পাল। 

গত ডিসেম্বরে সিলেট বিভাগে প্রথম টেস্টটিউব পদ্ধতিতে বেবি জন্মদানের উদ্যোগ হাতে নেয় শ্রীমঙ্গলের  'দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার'। 

মতবিনিময় সভায় জানানো হয়,  টেস্টটিউব বেবি, প্রসূতি, বন্ধ্যাত্ব ও স্ত্রীরোগ চিকিৎসায় নবদিগন্ত সুচনার স্বপ্ন নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি শ্রীমঙ্গলে চালু হয়েছে বিশেষায়িত হাসপাতাল। শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত এই বিশেষায়িত হাসপাতালের নাম 'দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার। ছয়তলা এই ভবনটিতে ডাক্তার চেম্বার, ফার্মেসি, প্যাথলজিকাল ল্যাব, এসি- নন এসি কেবিন, হাইড্রো ইলেকট্রিক বেড, ইন্টারকম সার্ভিস, ল্যাপরোস্কোপি মেশিন, ট্রান্সভ্যাজাইনাল সনোগ্রাফি, অক্সি কনসেনট্রেটর মেশিন, পালস অক্সিমিটার, তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্র, বর্জ্য পরিশোধনের জন্য ইনসিনারেটর মেশিন, অটো জেনারেটর, সর্বাধুনিক লিফট, সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্য অপারেশন থিয়েটার, ঠাণ্ডা-গরম পানির সুবিধা, ওয়াইফাইসহ সকল সর্বাধুনিক সুযোগ-সুবিধা বিদ্যমান। 

ভারতে গিয়ে বন্ধ্যাত্বের যে চিকিৎসা পাওয়া যায় সেই মানের চিকিৎসা এখন থেকে কম খরচে বাংলাদেশের শ্রীমঙ্গলে পাওয়া যাবে এমনটাই দাবি কর্তৃপক্ষের। 

দীপশিখা সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর  দীপশিখা ধর মতবিনিময় সভার শুরুতে এই ইনফার্টিলিটি কেয়ার এণ্ড কাউন্সিলিং সেন্টারের সকল কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডা. দীপাঞ্জলি পাল।

দীপশিখা ধর বলেন, টেষ্ট টিউব বেবী, প্রসুতি, স্ত্রীরোগ এবং বন্ধ্যাত্ব চিকিৎসা সেবায় এটি সিলেট বিভাগের প্রথম এবং একমাত্র সুপার স্পেশালাইজড হাসপাতাল। তিনি বলেন, সর্বাধুনিক প্রযুক্তি ও নার্সিং ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রিধারী এবং গাইনি ও প্রসুতিবিদ্যায় বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন সেবিকা দ্বারা সার্বক্ষণিক এখানে সেবাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বন্ধ্যাত্ব চিকিৎসায় সফলতার কথা তুলে ধরে দীপশিখা ধর বলেন, ২০১৬ সালে চিকিৎসাগ্রহন কারীর সংখ্যা ছিল ২৮৫ জন। সাফল্য এসেছে ৫৫ জনের।  ২০১৭ সালে চিকিৎসা গ্রহনকারীর সংখ্যা ছিল ২৯৯ জন। সাফল্য এসেছে ৮১ জনের। ২০১৮ সালে ৩৩৭ জনের মধ্যে সফলতা পায় ৮০ জন।

ডা. নিবাস চন্দ্র পাল টেস্টটিউব বেবি সম্পর্কে  বলেন, ইতোমধ্যে 'আইভিএফ' এর রোগী সিলেকশনের কাজ শুরু গেছে। আমরা ইতোমধ্যে ৯ নিঃসন্তান দম্পতিকে সিলেকশন করে আমাদের কার্যক্রম শুরু করেছি। 


তিনি বলেন, আজ থেকে আমরা 'আইভিএফ' প্রথম ব্যাচ দিয়ে প্রথম টেষ্টটিউব বেবী পদ্ধতির যাত্রা শুরু করেছি। তিনি আরো বলেন, এটাই হবে সিলেট বিভাগের মধ্যে প্রথম এবং একমাত্র 'আইভিএফ' অর্থাৎ টেষ্টটিউব বেবী সেন্টার।


মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএমএ'র সভাপতি ডা. সাব্বির হোসেন খান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন, স্বাস্হ্য বিভাগের সাবেক সিলেট বিভাগীয় পরিচালক ডা. হরিপদ রায়, ডা. সুধাকর কৈরি প্রমুখ। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads