• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
এবার টিউলিপ বাগান দেখতে আসলেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক

সংগৃহীত ছবি

সারা দেশ

এবার টিউলিপ বাগান দেখতে আসলেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি ২০২১

টকটকে লাল,গাড় হলুল আছে হালকা বেগুনি গোলাপিসহ ছয় রঙের বাহারি সৌন্দর্যের নান্দনিকতা ছড়ানো ভিনদেশি টিউলিপ ফুলের সমারোহ। বাগানে তাকালেই নানা রঙের টিউলিপে চোখ জুড়িয়ে যায়। এ এক ফুল জগতের ভিন্ন স্বাদ ভিন্ন অনুভুতি। যে কোনো ফুল পাগল মানুষকেই বিমোহিত করে তুলবে হালকা বাতাসে দোল খাওয়া টিউলিপ ফুলের সৌন্দর্য। সেই টিউলিপ ফুলের বাগান দেখতে আসেন কৃষি মন্ত্রী আবদুর রাজ্জাক।

আজ শুক্রবার বিকালে গাজীপুরের শ্রীপুরে কেওয়া পুর্বখন্ড গ্রামের ফুল চাষি দেলোয়ার হোসেনের টিউলিপ বাগান পরিদর্শনে আসেন তিনি। এর আগে সকালেই কৃষি সচিব এ টিউলিপ বাগান ঘুরে যান।

পরে কৃষি মন্ত্রী দেলোয়ারের স্ট্রবেরি,ক্যাপসিকাম ও চায়না গোলাপ বাগান ঘুরে দেখেন। দেলোয়ার হোসেন আর শেলী হোসেন দম্পত্তির এমন সাফল্য দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলে সংবাদকর্মীদের জানান।

তিনি বলেন, শীত প্রধান দেশের ফুল টিউলিপ ফুটিয়ে তারা তাক লাগিয়ে দিয়েছে। যা আমাদের কৃষিতে ভিন্ন আরো একটি সাফল্য আনতে পারে অর্থনৈতিকভাবে। বিশ্বব্যাপী এ ফুলের দারুন চাহিদা। বিশেষ করে ইউরোপ ও মধ্য এশিয়াতে এর বড় বাজার গড়ে উঠতে পারে এ টিউলিপকে ঘিরে। তার বাগানের টিউলিপ দেখে মনে হচ্ছে আমাদের দেশেও ভাল মানের টিউলিপ ফুল চাষ করা সম্বব। যা দিয়ে আমাদের একটি ফুল রপ্তানির বাজার তৈরি করতে পারে এ টিউলিপ ফুল। তিনি সরকারের পক্ষ থেকে তাদের নানা ধরেন সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন। এ সময় তার সঙ্গে স্থানীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার এ এস এম মূয়ীদুল হাসান উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads