• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
সিলেটে জ্বালানি সংকটে ১১৪টি পেট্রোল পাম্প

প্রতীকী ছবি

সারা দেশ

সিলেটে জ্বালানি সংকটে ১১৪টি পেট্রোল পাম্প

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত ২২ ফেব্রুয়ারি ২০২১

জ্বালানি তেলের তীব্র সংকটে পড়েছে সিলেটের পেট্রোল পাম্পগুলো। চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় বিভাগের ১১৪টি পেট্রোল পাম্পের প্রায় সবকটিই গ্রাহকদের সেবা দিতে হিমশিম খাচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে কিছুদিনের মধ্যে সিলেটের অনেক পেট্রোল পাম্প বন্ধ হয়ে পড়ার আশঙ্কা করছেন গ্রাহক ও মালিকরা।

সিলেট বিভাগ পেট্রোল পাম্প অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, বিভাগের চার জেলায় ১১৪টি পেট্রোল পাম্প রয়েছে। এর মধ্যে সিলেট মহানগরীতে ৪৫টিসহ জেলায় মোট ৭০টি। এসব পাম্পে প্রতিদিন পেট্রোল, অকটেন ও ডিজেলের চাহিদা ১০ লাখ লিটারেরও বেশি।

এদিকে, সিলেট কৈলাশ টিলা গ্যাস ফিল্ডের সবকটি কূপে গ্যাস উত্তোলন বন্ধ থাকায় বাসাবাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহারকারী গ্রাহকরা পড়েছেন নানা সমস্যায়। লাইনের গ্যাস সংযোগ বন্ধ হওয়ার পর কৈলাশ টিলা গ্যাস ফিল্ডের গোলাপগঞ্জ ৫ নং আরপিজিসিএল থেকে গ্রাহকদের মাত্র ৬০০ টাকায় সিলিন্ডারে গ্যাস লোড করে দেওয়া হতো। এতে গোলাপগঞ্জসহ আশপাশ উপজেলার গ্রাহকরা সিলিন্ডার ব্যবহারে উৎসাহিত হন। কিন্তু গত ৬ মাস থেকে বিনা নোটিশে তা বন্ধ রয়েছে। এসব গ্রাহক খোলা বাজার থেকে গ্যাস সিলিন্ডার ক্রয় করতে সাহস পাচ্ছেন না। কারণ আরপিজিসিএল থেকে যে সিলিন্ডার মাত্র ৬০০ টাকায় ক্রয় করতেন, বাজারে তার মূল্য ১ হাজার বা ১২শ টাকা। আর বাজার থেকে ক্রয়কৃত সিলিন্ডারের গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে অভিযোগ করেন অনেক গ্রাহক।

সিলেটের জ্বালানি তেল ব্যবসায়ীরা জানান, সিলেটের সব কটি পেট্রোল পাম্পে রেলের ওয়াগনের মাধ্যমে জ্বালানি তেল আসে চট্টগ্রাম থেকে। নানা কারণে রেলের ওয়াগন চলাচল অনিয়মিত হয়ে পড়া ও কোনো কোনো দিন বন্ধ থাকায় বর্তমানে সিলেটের অধিকাংশ পাম্প রয়েছে জ্বালানি তেলের তীব্র সংকটে। এছাড়া সিলেটের গ্যাস ফিল্ডের খনি থেকে উত্তোলিত কনডেনসেট থেকে জ্বালানি তেল উৎপাদন প্রায় ছয় মাস থেকে বন্ধ থাকায় এ সংকট দিন দিন তীব্র হচ্ছে। গ্যাসফিল্ডের খনি থেকে উত্তোলিত কনডেনসেট থেকে জ্বালানি তেল উৎপাদন বন্ধ না হলে এমন পরিস্থিতি কাটিয়ে উঠা যেতো বলে ব্যবসায়ীদের অভিমত।

এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী বলেন, সিলেটে ডিজেল সরবরাহ ওয়াগন নির্ভর হওয়ায় আমাদেরকে প্রায়ই এমন পরিস্থিতির মুখে পড়তে হয়। সর্বোপরি সিলেটের গ্যাস ফিল্ডসমূহের খনি থেকে উত্তোলিত কনডেনসেট থেকে জ্বালানি তেল উৎপাদন প্রায় ছয় মাস থেকে বন্ধ থাকায় এ সংকট কাটিয়ে ওঠা যাচ্ছে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads