কালীগঞ্জে ইতোমধ্যে কাদামাটিতে স্বপ্ন বুনতে শুরু করেছেন কৃষকরা। ইরি-বোরো ধানের চারা রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক-কৃষাণীরা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সার ও বীজ চারা নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন তারা। বিরামহীনগতিতে চলছে ইরি-বোরো রোপণের কাজ। চলতি মৌসুমে ইরি-বোরো ধান রোপণে বীজ-চারা সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। এক যুগ পরে রোপা আমন ধান চাষে এবার লাভের মুখ দেখছে কৃষক। আবহাওয়া অনুকূল থাকায় এ মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সব মিলিয়ে আমন ধান চাষে উপজেলার কৃষকের মুখে হাসি ফুটেছে।
উপজেলার ভাটপাড়া গ্রামের মাঠে নন্দ দাস নামের এক কৃষককে বোরো-ইরি ধান রোপণ করতে দেখা গেছে। তিনি জানান, বহুদিন পর এবার আমন ধানের ভালো দাম পাওয়া গেছে। তাই এবার বেশি করে বোরো-ইরি ধান চাষ করছি। তিনি ইতোমধ্যে ব্রি-২৮, বাসুমতি, ও শুভলতা জাতের ৩ বিঘা জমিতে বোরো-ইরি ধান রোপণ শেষ করেছেন।
কৃষি কর্মকর্তা মোহাইমেন আক্তার জানান, আমনে বাম্পার ফলন আর কাঙ্ক্ষিত দাম পাওয়ায় কৃষকরা এবার ধান চাষে লাভবান হয়েছেন। ফলে চলতি মৌসুমে বোরো-ইরি ধান চাষে কৃষকরা ঝুঁকে পড়েছেন।