• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
যে শহীদ মিনারে ফুল দেননি কেউ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

যে শহীদ মিনারে ফুল দেননি কেউ

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ ফেব্রুয়ারি ২০২১

একুশ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবসটি জাতীয়ভাবে পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। ধুয়েমুছে পরিপাটি করা হয় শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারগুলো। কিন্তু নির্মাণের প্রায় ১৩ বছরেও কখনো এ শহীদ মিনারটিতে ফুল দেয়নি কেউ। অযত্ন আর অবহেলায় পড়ে আছে শহীদ মিনারটি। উপজেলা পরিষদের সামনে এভাবেই নির্মাণের পর থেকে পড়ে আছে শহীদ মিনারটি।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলা পরিষদের শিশু পার্কের মধ্যে প্রায় ১৩ বছর আগে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ও তাদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারটি নির্মিত হয়। নির্মাণের পর থেকেই শহীদ মিনারটি অযত্ন আর অবহেলায় পড়ে আছে। প্রশাসনের একেবারে ঘরের মধ্যে নির্মিত এ শহীদ মিনারটি লতাপাতা আর ঘাসে ভরে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা জানান, উপজেলা পরিষদের মধ্যে আরেকটি বড় শহীদ মিনার তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে এই শহীদ মিনারটি কী করা হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads