• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কালুখালীতে পুলিশের অভিযানে ২৪ ঘন্টার মধ্যেই হত্যা মামলার আসামী গ্রেপ্তার

  • কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি ২০২১

রাজবাড়ী জেলার কালুখালীতে নাজমা বেগম (৪২) ওরফে মঞ্জু হত্যার ঘটনায় মামলার মূল আসামি ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করেছে কালুখালী থানা পুলিশ।

গতকাল বুধবার রাত ৮টায় কালুখালী থানায় প্রেসরিলিজের মাধ্যমে অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গত ২২ ফেব্রুয়ারী সকাল ৮টায় সংবাদ পাই কালুখালী থানাধীন মাজবাড়ী ইউনিয়নের রাইপুর কাসমিয়ার বিলের মধ্যে কা‍ঁচা রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত মহিলার মৃতদেহ পড়ে আছে। সংবাদে পেয়ে রাজবাড়ী পুলিশ সুপার এসএম শাকিলুজ্জামান এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ-উজ-জামান, সহকারী পুলিশ সুপার (প্রবি) আরিফ মুহাম্মদ শাকুর এবং কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রিপোর্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

নিহত নাজমা বেগম ওরফে মঞ্জু এর ভাই ইমান আলী অজ্ঞাতনামা আসামিদের নামে এজাহার দাখিল করেন। এফআইআর নং-১৫/৩৩, ২২ ফেব্রুয়ারী ২০২১, ধারা ৩০২-৩৪, পেনাল কোড-১৮৬০। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম মূল রহস্য উদঘাটন করে মৃত নাজমা এর ২য় স্বামী (তালাকপ্রাপ্ত) হত্যাকান্ডের মূল আসামি কালুখালী থানাধীন পচাকুলটিয়া গ্রামের মোঃ আজিজ মোল্লা ওরফে পাতাইর‌্যা’র পুত্র মোঃ মকিম মোল্লা (৪৫) কে গাজীপুর জেলার বসন থানাধীন নাওজুর এলাকা হতে ২৩ ফেব্রুয়ারী দুপুর ২টার দিকে গ্রেপ্তার করে কালুখালী থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তার পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায়, পারিবারিক ক্ষোভের বশবত হয়ে ধারালো ছুড়ি দ্বারা কোপাইয়া নির্মমভাবে হত্যাকান্ডটি ঘটায়।

পরে ২৪ ফেব্রুয়ারী রাজবাড়ী কোর্টে প্রেরণ করলে আসামি বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হত্যাকান্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।

প্রেসরিলিজ চলাকালীন কালুখালী থানা ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল গণি ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads