• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
বাসায় ছানা ফুটালো বুলবুলি পাখি

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

বাসায় ছানা ফুটালো বুলবুলি পাখি

  • আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • প্রকাশিত ০৫ মার্চ ২০২১

বারান্দার গ্রিল পাহাড়ি লতাগুল্ম দিয়ে আচ্ছাদিত। শুধুমাত্র দরজা ছাড়া পুরো বারান্দাটি মাটি থেকে ছাদ পর্যন্ত ঘন লতাগুল্ম।সেই লতাগুল্মের মধ্যে বাসা বেঁধেছে বুলবুলি পাখি। কিছুদিন আগে তিনটি ডিম পেড়েছে বুলবুলি।আর সে ডিম ফুটে বেরিয়ে এসেছে ছানা।

শ্রীমঙ্গল শহরের জয়নগরপাড়ার প্রবেশ মুখেই দৃষ্টিনন্দন এ বাসাটির অবস্থান। একতলা বাড়ির ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল নান্দনিকতার ছাপ। সুন্দর পরিপাটি এই বাসাটিতে আসবাবপত্রসহ সবকিছুতেই নান্দনিকতার ছাপ। বাসাটিতে প্রবেশের জন্য দুইদিকে দুটি গেট রয়েছে। যেপাশে পাখি বাসা বেঁধেছে সেইপাশের গেইটটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যাতে বু্লবুলি নিরুপদ্রব পরিবেশে অবস্হান করে ডিম পাড়া এবং ছানা ফুটাতে পারে।

এই বাসার স্বত্বাধিকারী পার্থ সারথী দাশ। সৌখিন এবং প্রকৃতি ও পাখিপ্রেমী এক মানুষ। তিনি জানালেন, গত ৭-৮ বছর ধরে বুলবুলি এখানে ডিম দেয় এবং ছানা ফুটায়। উড়তে শেখার পর একদিন উড়ে চলে যায় ছানাগুলো। নিরুপদ্রব এবং অনুকূল একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন পার্থ বাবু এই বুলবুলিদের ভালোবেসে। শুধু পার্থ বাবুই নন,তার স্ত্রী ও ছেলেও এদের নিয়মিত দেখভাল করে থাকেন। বাড়ির ছাদে পাখিদের খাবার রেখে দেন নিয়মিত। বুলবুলি পাখি ছাড়াও অনেক দেশীয় পাখি এখানে আসে খাবার খেতে। ছাদে রয়েছে বেশকিছু ফলদ বৃক্ষের চারা। কিছু গাছে দৃষ্টিনন্দন ফু্ল ফুটে রয়েছে। ছাদে গিয়ে যে কারোরই ভাল লাগবে। কিছু কিছু জায়গায় শিকেয় ঝুলছে বিভিন্ন প্রজাতির গাছ।

পার্থ সারথী দাশ জানালেন, বুলবুলি পাখির নিরাপদ আবাস,খাবারের যোগান,নিরিবিলি পরিবেশ,নিরুপদ্রব অবস্থানের জন্য তিনি ও তার স্ত্রী ও সন্তান সবসময় দেখভাল করেন এ পাখিদের। ডিম পাড়া ও ছানা ফুটানো-- এতে তাদের আনন্দের সীমা নেই। বু্লবুলি পাখিরাও নির্বিঘ্নে বসবাস করছে এখানে। পার্থ বললেন, রাতে তিনি বারান্দার লাইটটি জ্বালিয়ে রাখেন। এতে কিছু পোকা-মাকড় আসে। বু্লবুলি পাখি এ পোকামাকড় খাবার হিসেবে খেয়ে থাকে। বুলবুলি যেদিকটায় বাসা বেঁধেছে সেদিকটায় একটা আরণ্যক পরিবেশ তৈরি করে দিয়েছেন পার্থ এই বুলবুলিদের ভালবেসে।

গত ৭-৮ বছর ধরে এখানে ছানা ফুটাচ্ছে বু্লবুলি। এবার পার্থ বাবু নিজে একটি বাসা বানিয়ে দিয়েছিলেন বু্লবুলির ডিম পাড়ার জন্য। পার্থ বললেন,তার বানানো বাসায় বুলবুলি ডিম পাড়েনি। খড়-কুটো দিয়ে বানানো বু্লবুলির ঘরেই ডিম পেড়ে তা দিয়েছে বু্লবুলি।

পার্থ বাবু আরো বললেন, বুলবুলিরা আশেপাশেই থাকে। ঘুরে-ফিরে পাখির তৈরি ঘরে আসে। ছানাদের খাবার খাওয়ায়। রাতের বেলায় বুলবুলিরা ছানাদের আগলে রেখে ঘরেই অবস্থান করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads