• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
কলাপাড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

প্রতীকী ছবি

সারা দেশ

কলাপাড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ মার্চ ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে কলাপাড়ার মধুপাড়া গ্রাম থেকে শিক্ষক মোতাহার হোসেন তালুকদারকে গ্রেপ্তারের পর আজ শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গত ১ মার্চ দুপুরে ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামের ধোলাই বাজারের আলম মোল্লার মুদি দোকানের মধ্যে আটকে ওই কিশোরীকে ধর্ষণ চেষ্টা চালায় মোতাহার তালুকদার। গ্রেপ্তার হওয়া শিক্ষক মোতাহার হোসেন তালুকদার উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

কিশোরীর মা মামলায় উল্লেখ করেছেন, ঘটনার দিন ওই কিশোরীকে ঘরে রেখে বড় মেয়েকে নিয়ে সে পাশের বাড়িতে যায় ধর্মীয় তালিম জলশায়। এ সুযোগে প্রলোভন দেখিয়ে ছোট মেয়েকে বাজারে নিয়ে দোকানের মধ্যে আটকে ধর্ষণের চেষ্টা করে মোতাহার তালুকদার। এসময় সে কান্নাকাটি করলে তাকে ছেড়ে দেয়। কিশোরী বাসায় এসে কান্নাকাটি করলে বিষয়টি জানাজানি হয়। পড়ে স্থানীয় একটি চক্র ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, তারা খবর পেয়ে শুক্রবার কিশোরীকে উদ্ধার করেন এবং রাতে মোতাহারকে গ্রেপ্তার করেন। রাতেই এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোতাহার হোসেন তালুকদারকে প্রধান আসামি করে কিশোরীর মা মামলা দায়ের করেন।

শনিবার সকালে কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং মোতাহারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads