• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
টঙ্গীবাড়ীতে ইউপি সদস্য চাচার ছুরিকাঘাতে ভাতিজা আহত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

টঙ্গীবাড়ীতে ইউপি সদস্য চাচার ছুরিকাঘাতে ভাতিজা আহত

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ মার্চ ২০২১

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইউপি সদস্য চাচার ছুরিকাঘাতে ভাতিজা আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাতে উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই গ্রামের শেখ বাড়ীতে এ ঘটনা ঘটে।

আহত রমজান শেখের ভাই রবিন শেখ জানান- আমরা চুন্নু খানের কাছ থেকে পুকুর জমা নিয়েছি। সে পুকুরে মাছ ধরতে গেলে আমার চাচা আউটশাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল ইসলাম শিপন আমাদের গালিগালাজ করে। পরে রাতে আমাদের বাড়ীতে প্রবেশ করে আমার ছোট ভাই রমজানকে ছুরি দিয়ে কোপ দেয়। সাথে সাথে ছুরির আঘাতে আমার ভাই রমজানের বাম হাতটি গুরুতর জখম হয়। আহত রমজানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যেতে বলে। আমরা সেখানে আসলে কোন সিট না পাওয়ায় রমজানকে মক্কা মদিনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করি। শনিবার সন্ধ্যায় রমাজানের হাতের অপারেশন হবে। তখন ভালমন্দ জানাযাবে। এর আগেও একই গ্রামের মুদি দোকানের মালিক ইমরান শেখকে গাছ কাটা নিয়ে তর্কবিতর্কের জেরে ছুরি দিয়ে পেটের নাড়িভুঁড়ি বের করে ফেলে। সেই ঘটনায় তিনি দির্ঘদিন জেল হাজতে ছিলেন।

তিনি আরও জানান, তারা চাচা শিপন বিভিন্ন লোক দিয়ে হুমকি দিচ্ছে এ ঘটনায় যাতে কোন মামলা না করি। মামলা করলে জানে মেরে ফেলবে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads