• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
সারিয়াকান্দিতে নারী দিবসে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পেল ১২০ শিক্ষার্থী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সারিয়াকান্দিতে নারী দিবসে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পেল ১২০ শিক্ষার্থী

  • সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ মার্চ ২০২১

আন্তর্জাতিক নারী দিবসে বগুড়া সারিয়াকান্দির ১২০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির টাকা প্রদান করা হয়েছে।

আজ সোমবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির টাকা প্রদান করা হয়।

বগুড়া জেলা প্রশাসকের সহধর্মিণী ও জেলা লেডিস ক্লাবের সভাপতি শামীমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনারের সহধর্মিণী ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রুনা লায়লা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোনো শিক্ষার্থীরা যেনো আর্থিক সহায়তার অভাবে লেখাপড়ায় পিছিয়ে না পরে এজন্য প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বাইসাইকেল সহ শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। ছাত্রীরা সেটির সুবিধাভোগ করে বাংলাদেশ কে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের বাবা-মা।

সহকারি কমিশনার (ভুমি) মোঃ দেওয়ান আকরামুলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া। এ সময় ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও ১০০ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির টাকা তুলে দেওয়া হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads