• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
কমিটি নিয়ে দ্বন্দ্বে খুন হন মন্দিরের পুরোহিত

প্রতীকী ছবি

সারা দেশ

কমিটি নিয়ে দ্বন্দ্বে খুন হন মন্দিরের পুরোহিত

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ১০ মার্চ ২০২১

মন্দির কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলার নাটক সাজিয়েছিলেন নাটোরের রানী ভবানী রাজবাড়ীর শ্যামসুন্দর মন্দিরের পুরোহিত অসিত বাগচি। মন্দির কমিটির সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ দাসের পরামর্শে সড়ক দুর্ঘটনায় আহত পুরোহিতের আঘাতকে হামলা বলে প্রচার করা হয়। গতকাল মঙ্গলবার পুলিশ সুপার লিটন কুমার সাহা গণমাধ্যম কর্মীদের কাছে এই তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, মন্দির কমিটি নিয়ে সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে অন্য সদস্যদের নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধকে কাজে লাগানোর জন মন্দিরের পুরোহিত অসিত বাগচিকে দিয়ে হামলার নাটক সাজান মন্দির কমিটির সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ। গত সোমবার পুরোহিত শহরের মাদরাসা মোড়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে আহত হলে, সেই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করে পুলিশ। ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ দাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার। ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, মোহসিন, সদর থানার ওসি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads