• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
‘ঘর নির্মাণে কোনো অনিয়ম বরদাশত করা হবে না’

ফাইল ছবি

সারা দেশ

‘ঘর নির্মাণে কোনো অনিয়ম বরদাশত করা হবে না’

  • কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ মার্চ ২০২১

নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেছেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ঘর নির্মাণে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। উপকারভোগীদের উদ্দেশে তিনি বলেন, এ ঘরগুলো প্রধানমন্ত্রী আপনাদের উপহার দিয়েছেন। আপনাদের ঘরগুলো নির্মাণকাজ নিজেই তদারকি করবেন। কাজ বুঝে নিবেন।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নের বারীমধুপুর গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ-২ প্রকল্পের (২য় পর্যায়) ঘর নির্মাণে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও রোকসানা বেগমের সভাপতিত্বে এ সভায় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. আবুল কালাম বারী পাইলট, থানার ওসি আব্দুল আউয়াল, নিতাই ইউপি চেয়ারম্যান ফারুক উজ জামান ফারুক, বাহাগিলী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ্, সাংবাদিক শামিম হোসেন বাবু, উপকারভোগী হাওয়াতোন বেওয়া, আনোয়ার হোসেন লাভলু, নুর নাহার বেগম, নেকি বেগম, আনোয়ারা বেগম প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নাহিদুল হক, সাদিয়া আফরীন এ্যানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান হাফি প্রমুখ। দ্বিতীয় পর্যায়ে নিতাই, বাহাগিলী ও চাঁদখানা ইউনিয়নে ১শ ৫০টি ঘর নিমার্ণ করা হচ্ছে। উপকারভোগী প্রত্যেককে দুই শতাংশ করে জমি দেওয়া হবে। প্রতিটি ঘর নির্মাণে এক লাখ ৭১ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। উল্লেখ্য, প্রথম পর্যায়ে এ উপজেলায় ১৪০ উপকারভোগীকে ঘর ও ২ শতাংশ করে জমি দেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads