• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
সখীপুরে শিক্ষকের বসতবাড়ি ভাঙচুরের প্রতিবাদে শিক্ষক নেতাদের বিক্ষোভ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে শিক্ষকের বসতবাড়ি ভাঙচুরের প্রতিবাদে শিক্ষক নেতাদের বিক্ষোভ

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ মার্চ ২০২১

টাঙ্গাইলের সখীপুর উপজেলার জমশের নগর ভিএসআই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত আলীর নির্মাণাধীন বসতবাড়ি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।

বুধবার দুপুরে উপজেলার বড়চওনা-ইন্দারজানি সড়কের খুংগারচালা বাজারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষক নেতারা জানান, শিক্ষক হাসমত আলী খুংগারচালা বাজার সংলগ্ন তার পুরাতন বসতবাড়িতে সম্প্রতি একটি টিনের ঘর নির্মাণের উদ্যোগ নেন। ৩ মার্চ পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সিরাজুল ইসলাম ও সদর বিট কর্মকর্তা জহিরুল ইসলামের নেতৃত্বে ওই জমিটি বনবিভাগের দাবি করে নির্মাণাধীন ঘরটি ভেঙ্গে দেওয়া হয়।

সমাবেশে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, কায়উম হুসাইন, শাহজাহান মিঞা, আবুল কালাম আজাদ, আবদুল কদ্দুছ শাওন, আবদুল আজিজ প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা যোগ দেন।

বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যেখানে সারা দেশে ভূমিহীন ও আশ্রয়হীনদের বসতবাড়ি নির্মাণ করে দিচ্ছেন, সেখানে একজন শিক্ষক পরিবার নিয়ে থাকার জন্য ছোট্ট একটি টিনের ঘর নির্মাণ করে থাকতে পারবেনা এটা হতে পারেনা। ওই শিক্ষক মাত্র ৯ শতাংশ জমিতে ঘর নির্মাণের উদ্যোগ নেন। ওই জমিটি শিক্ষক হাসমত আলীর বাপ-দাদাসহ পূর্বপুরুষদের বসতভিটা। কোনো দখলীয় জমি নয়।

বক্তারা আরো বলেন, ওই ইন্দারজানি মৌজায় কয়েক সহস্রাধিক পরিবার বন বিভাগের জমিতে ঘরবাড়ি নির্মাণ করে রয়েছেন। তাদের কারো ঘর ভাঙচুর করা হয়না। শিক্ষকরা অভিযোগ করেন, বিশেষ সুবিধা না পাওয়ায় বনবিভাগের লোকজন নির্মাণাধীন ঘরটি ভেঙ্গে দিয়েছে। এদিকে, ঘর ভেঙ্গে দেওয়ায় শিক্ষক হাসমত আলী মানসিকভাবে দুর্বল হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, শিক্ষক হাসমত আলী বয়সে প্রবীণ। তার তিনটি কন্যা সন্তান। সারা জীবনের সঞ্চয় দিয়ে ওই সন্তানদের বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। আমাদের সংগঠন থেকেও তাকে সহযোগিতা করা হয়। এ ঘটনায় তিনি খুবই মর্মাহত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads