• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
মাটি খুঁড়তেই বেরিয়ে এলো কালো পাথরের মূর্তি

সংগৃহীত ছবি

সারা দেশ

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো কালো পাথরের মূর্তি

  • ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মার্চ ২০২১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইট ভাটার মাটির ঢিবি থেকে একটি কালো পাথরের ভাঙ্গা যুগল মূর্তি উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাচোর ইউনিয়নের মহেশপুর এলাকার জেএমকে ইটভাটার মাটির ঢিবিতে মুর্তিটি পাওয়া যায়।

জানা যায়, ইটভাটার শ্রমিকরা মাটির ঢিবি খুঁড়তেই একটি কালো পাথরের ভাঙ্গা মূর্তি দেখতে পায়। এটি লক্ষী নারায়ন অথবা শীব পার্বতীর কষ্টি পাথরের মূর্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূর্তিটির ওজন প্রায় ৫ কেজি ৮৯০ গ্রাম ও অন্য ভাঙ্গা অংশটির ওজন প্রায় ১ কেজি ৭৭৫গ্রাম। পরে শ্রমিকরা ৯৯৯ এ কল দিলে পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থল থেকে এটি উদ্ধার করে নিয়ে যায়। উল্লেখিত মূর্তিটি জব্দ মূলে তালিকা করে সাধারণ ডায়েরি (জিডি) করেছে রানীশংকৈলে থানা পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার মহেশপুরের ইটভাটা থেকে কালো পাথরের ভাঙা মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি সংরক্ষণের জন্য জেলা প্রশাসকের ট্রেজারিতে পাঠানো হয়েছে। তারা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads