• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
মহাদেবপুরে তরমুজ ব্যবসায়ীরা হতাশ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

মহাদেবপুরে তরমুজ ব্যবসায়ীরা হতাশ

  • মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২১

মহাদেবপুরে তরমুজের ব্যাপক আমদানি থাকার পরেও বিক্রি না হওয়াই চরম হতাশায় ভুগছেন ব্যবসায়ীরা। গত বছরগুলোতে এই সময় তরমুজের দোকানে উপচেপড়া ভিড় থাকলেও এ বছর দোকানে তেমন ক্রেতাই নেই। গত এক সপ্তাহ ধরে মহাদেবপুরে চারজন তরমুজ ব্যবসায়ী লাভের উদ্দেশ্যে জয়পুরহাট থেকে পিকআপে করে প্রতিজন ৩শ থেকে ৫শ পিস তরমুজ কিনে নিয়ে আসেন। ব্যবসায়ীরা ১৩শ থেকে ১৫শ টাকা মণ দরে পাইকারি কিনে নিয়ে এসে এক হাজার ৮শ টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত খুচরা প্রতি মণ বিক্রি করেন। গত বছর এই সময়ে সপ্তাহে এক হাজার থেকে এক হাজার ৫০০ পিস তরমুজ কিনে আনতো এবং এক হাজার পিসের মতো বিক্রি হতো। আর এ বছর গত সপ্তাহে গড়ে এক হাজার পিস তরমুজ কিনে এনে বিক্রি হয়েছে মাত্র ৫শ পিস।

তরমুজ ব্যবসায়ী শিবপুর গ্রামের তরমুজ ব্যবসায়ী শাহাদাত হোসেন জানান, গত এক সপ্তাহে তরমুজ ব্যবসায় তার লোকসান হয়েছে তিন হাজার টাকা। আগামীতে লাভের আশায় লোকসান শর্তেও এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি।

আরেক ব্যবসায়ী সুলতানপুর গ্রামের সুজন কুমার জানান, গত বছরগুলোতে এ ব্যবসা করে আমাদের তিন মাসের পুরো সিজনে ৪০ থেকে ৫০ হাজার টাকা করে লাভ হয়েছিল, যা দিয়ে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার খরচসহ পরিবার সুন্দরভাবে চলতো। কিন্ত এ বছর শুরু থেকে আজ পর্যন্ত এক সপ্তাহে লাভের মুখ দেখিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads