• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

১২০ ফুট পাইপ বসিয়েও মিলছে না পানি, দিশেহারা কৃষক

  • তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২১

তাড়াশে ভূ-গর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। ফলে প্রয়োজনীয় পানির অভাবে বোরো আবাদ বাধাগ্রস্ত হচ্ছে। কৃষকরা জানায়, ১০০-১২০ ফুট গভীরে পাইপ বসিয়েও মিলছে না পানি। পানির স্তর নাগালে পেতে অনেকে ১০-১২ ফুট পর্যন্ত মাটি গর্ত করে সেখানে শ্যালো মেশিন বসিয়ে পানি তোলার চেষ্টা করে যাচ্ছেন। প্রয়োজনীয় পানি না পেলে বোরো উ‍ৎপাদন হ্রাস পাবে বলে আশঙ্কা করছেন তারা।

সরেজমিনে উপজেলার নওগাঁ ইউনিয়ন, মাগুড়া বিনোদ ইউনিয়ন ও সগুনা ইউনিয়নের বিস্তীর্ণ মাঠে বোরো আবাদের জমিতে দেখা যায়, অনেক বোরো চাষি গভীর নলকূপ স্থাপনের পরও জমিতে সেচ কাজে আশানুরূপ পানি পাচ্ছেন না। তারা গর্তের মধ্যে মেশিন বসিয়ে পানি তোলার চেষ্টা করছেন। শুধু ফসলের মাঠে নয়, সগুনা ইউনিয়নের ভেটুয়া গ্রাম ও চরকুশাবাড়ি, নওগাঁ ইউনিয়নের মহেষ রৌহালী ও বিরৌহালী এবং মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রাম ও ঘরগ্রাম, দবিলাসহ বেশিরভাগ গ্রামে নলকূপ দিয়ে পানি পেতে সমস্যা হচ্ছে। লোকজন বাড়ির আঙিনার ১৮-২০ ফুট নিচে গভীর নলকূপ বসিয়ে পানির ব্যবস্থা করছেন।

ভুক্তভোগী বোরো চাষি আরমান আলী, ইয়াকুব আলী, কাজেম উদ্দিন, সামছুল হক ও কাদের হোসেন বলেন, ১০০-১২০ ফুট গভীরে পাইপ বসিয়েও সেচ কাজের জন্য ঠিক মতো পানি পাওয়া যাচ্ছে না। শ্যালো মেশিনে পানি কম ওঠায় বোরো চাষাবাদে জ্বালানি খরচ বেড়ে গেছে। সেচ কাজে সময় বেশি লাগছে। বসতবাড়িতে পানি সমস্যায় নলকূপ আলাদা-আলাদা স্থানে স্থাপন করে পানি সংগ্রহ করতে হচ্ছে।

উপজেলা বিএডিসির উপসহকারী প্রকৌশলী ও উপজেলা সেচ কমিটির সদস্য সচিব মো. ইমাম হোসেন বলেন, সাধারণত ১০০-১২০ ফিট গভীর পর্যন্ত পাইপ বসালে সেচের পানি পাওয়া যায়। তবে পানির স্তর নিচে নেমে যাওয়ায় বর্তমানে এ গভীরতায় সেচের জন্য প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছে না। চৈত্র মাসের মাঝামাঝি সময়ে ভূ-গর্ভস্থ পানির স্তর আরো নিচে নেমে যেতে পারে।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা লুত্ফুননাহার লুনা বলেন, চলনবিলের নদী, ডোবা, নালা ও খালে পানি থাকলে বোরো চাষিদের সেচ কাজে অসুবিধা হতো না। অতি বৃষ্টি হলে ভূ-গর্ভস্থ পানির স্তর কিছুটা ওপরে উঠবে। নয়তো বর্ষা মৌসুম শুরুর আগে পানির স্তর বাড়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads