• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ

সংগৃহীত ছবি

সারা দেশ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মার্চ ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত শিশু সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সর বকুলতলা চত্বরে এ শিশু সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন এবং সকাল সোয়া ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্বাগত বক্তব্য রাখবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ  শ্রেণীর শিক্ষার্থী অনুশা এঞ্জেল। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে।  

এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী ও রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাউদ্দিন ইসলাম সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানাবেন।

এরপর কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে বঙ্গবন্ধুর সমাধিতে বিভিন্ন সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবদেন করা হবে।

 জাতির পিতার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স সাজানো হয়েছে নবরূপে। সমাধি সৌধ কমপ্লেক্সের শোভাবর্ধন করা হয়েছে। করা হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ। পুরো মাজার কমপ্লেক্সে আলোকসজ্জ্বা করা হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা সাংবাদিকদের জানিয়েছেন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সরকারের মন্ত্রী এমপিগণ উপস্থিত থাকবেন। তাই এসব অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে শেষ করতে টুঙ্গিপাড়াসহ পুরো জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, বুধবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের নানা কর্মসূচি পালিত হবে। সকালে এখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা শ্রদ্ধা জানবেন। একই সাথে জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু সমাবেশ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুযালি যুক্ত থাকবেন। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads