• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
কলমাকান্দায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২১

নেত্রকোণার কলমাকান্দায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ভোরে তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,বর্ণাঢ্য শিশু র‍্যালি, আলোচনা সভা, কেককাটা ও মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে।

সকালে কলমাকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সামনে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।

পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদ, ৭৫ প্রতিরোধযোদ্ধা পরিষদ, আওয়ামী যুবলীগ ও যুব মহিলা লীগ, বঙ্গবন্ধু পাঠাগার, কলমাকান্দা প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে একটি বর্ণাঢ্য শিশু র‍্যালি কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই স্থানে শেষ হয়।

র‍্যালি শেষে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ইউএনও মো. সোহেল রানার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মানু মজুমদার এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল  খালেক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস।

আলোচনা সভা শেষে  এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads