• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
মেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২১

নানা আয়োজনে মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে। বুধবার সূর্যোদয়ের সাথে-সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন ভিডিও কনফরেন্সের মাধ্যমে বিনা মূল্যে চক্ষু শিবির ক্যাম্পের উদ্বোধন, মেহেরপুর গাংনী ও মুজিবনগরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কালেক্টর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার এসএম মুরাদ আলীসহ অন্যান্য প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ ছাড়াও নিজ নিজ প্রশাসনের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ গোলাম রসুল, পৌর চেয়ারম্যান মাহফিজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।

দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনে আলোচনা সভা, সরকারী ও বেসরকারী বিভিন্ন ভবনে আলোক সজ্জায় সজ্জিত করা হয়। এছাড়াও জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপির বাসভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহিন, যুবলীগের যুগ্ম আহবায়ক শরফরাজ হোসেন মৃদুল প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads