• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
আখাউড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আখাউড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২১

নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার আখাউড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হচ্ছে। কর্মসুচির মধ্যে ছিল রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পন, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া মাহফিল।

এদিকে সকালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠন এবং শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে-এ আলম।

এছাড়া  পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন  শফিক আলিয়া, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক অধ্যক্ষ মো: জয়নাল আবেদীন,মো: সেলিম ভূইয়া, মো. মনির হোসেন বাবুল, আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মো. মিজানুর রহমান, যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুল, আবু কাউসার ভূইয়া, মো. মনির খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ । এসময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিথিরা অংশ নেন।  এছাড়া সব সরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads