• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করলো বিএইচবিএফসি

সংগৃহীত ছবি

সারা দেশ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করলো বিএইচবিএফসি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২১

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) যথাযোগ্য মর্যাদা, আনন্দ, শ্রদ্ধা ও ভালবাসার মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করেছে। বিএইচবিএফসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ,এফসিএমএ এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এর নেতৃত্বে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিরা ৩২ নম্বর ধানমন্ডির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

দিনের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বেলুন ও পায়রা উড়িয়ে বিএইচবিএফসি গৃহীত ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন বিএইচবিএফসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ,এফসিএমএ।

এ সময় বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম,পরিচালক মো. মনিরুজ্জামান, মহাব্যবস্থাপকসহ অন্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বিএইচবিএফসি’র কনফারেন্স রুমে এ দেশের মানুষের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads