• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০ যাত্রী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০ যাত্রী

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ মার্চ ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৫ জন রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী উইলী পরিবহন বাসটি ঘোড়াঘাট উপজেলার বিরাহীমপুর গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত মুখ থেকে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন গাড়ীর ভেতরে থাকা যাত্রীদেরকে উদ্ধার করে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার নয়ন চৌধুরী জানান, দুপুর ১২টায় ২০ মিনিটে এই ঘটনা ঘটেছে। সাড়ে ১২টায় তারা এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত যাত্রীদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগে বেশ কিছু আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল স্থানীয় জনগণ।

এদিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর নেওয়াজ আহম্মেদ বলেন, প্রায় ৩০ জন যাত্রী আহত অবস্থায় হাসপাতালে এসেছিল। এর মধ্যে ৫ জন গুরুতর আহত হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি ২৫ জন আহত রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads