• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
করোনার বিস্তার রোধে মেহেরপুরে পুলিশের মাস্ক বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

করোনার বিস্তার রোধে মেহেরপুরে পুলিশের মাস্ক বিতরণ

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মার্চ ২০২১

করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করছে মেহেরপুর জেলা পুলিশ। করোনা মোকাবিলায় জনসাধারণকে সচেতন, উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করার পদক্ষেপ হিসেবে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ এর নির্দেশে মেহেরপুর বিভিন্ন এলাকার জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন জেলা পুলিশ।

আজ রোববার অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জিমি জানায়, ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশনা অনুযায়ী কাজ করছে পুলিশ। করোনা পরিস্থিতির এক বছর পার হয়ে আবারও দ্রুত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মাস্ক পরিধান নিশ্চিতসহ কঠোর স্বাস্থ্যবিধি মানতে আবারও পুলিশ মাঠে নামছে বলে জানিয়েছেন তিনি। অর্থনৈতিক ও জীবনধারা স্বাভাবিক রাখার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমন পরিকল্পনা নেওয়ার কথা জানানো হয়।

মেহেরপুর সদর থানার ওসি শাহা দারা জানান, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যাপী বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণা ও উদ্বুদ্ধ করণে পুলিশের এ মাস্ক বিতরণ। তবে আপাতত বাধ্য নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠ পর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads