• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

পুকুরে মিলল ইলিশ

  • অচিন্ত্য মজুমদার, ভোলা
  • প্রকাশিত ২২ মার্চ ২০২১

জেলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনার চর কুকরিমুকরিতে পুকুরে (মাছের ঘের) বড় সাইজের আটটি ইলিশ মাছের দেখা মিলেছে। সাগরপারের মানুষ এই প্রথম পুকুরে (ঘেরে) ইলিশ দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। এমন খবরে চারপাশ থেকে লোকজন মাছ দেখতে ছুটে যান ওই মাছের ঘেরে। ঘটনাটি ঘটে কুকরি-মুকরি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আমিনপুর এলাকায়।

স্থানীয় বাসিন্দা আনিচ হাওলাদার বলেন, গত শুক্রবার চেয়ারম্যানের ঘেরে মাছ ধরতে জাল ফেলেন জেলেরা। এ সময় রুই-কাতলা মাছের সঙ্গে বড় সাইজের আটটি ইলিশ উঠে আসে। আগে কখনও এমন ঘটনা ঘটেনি। খবর পেয়ে আমিও সেখানে ছুটে যাই। পুকুরের তাজা ইলিশ হাতে নিয়ে ছবি তুলি। প্রথমবারের মতো আমিও পুকুরে ইলিশ পাওয়া ঘটনা দেখেছি।

পুকুরের মালিক চর কুকরিমুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, ওই এলাকার আমার প্রায় ২শ শতাংশ জমির পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলে জেলেরা। তখন রুই, কাতলাসহ আটটি ইলিশ মাছ পাওয়া যায়। তিনি বলেন, তিন-চার বছর আগে একবার ঘেরে জোয়ারের পানি প্রবেশ করেছিল। এটাই ইলিশ ঢোকার উৎস হতে পারে।

বরিশাল বিভাগীয় মৎস্য অফিসসের সহকারী পরিচালক এ.এস.এম নাজমুস সালেহীন বলেন, জোয়ারের পানিতে কোনো পুকুর তলিয়ে গেলে তখন হয়তো ইলিশ প্রবেশ করতে পারে। পাশাপাশি যদি পুকুরের পানি নোনা হয় এবং পুকুরে নদীর মতো খাবার পায়-তাহলে সেখানে ইলিশ বাঁচতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads