• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
তুরাগে মাদক ও ছিনতাই বিরোধী সভা করায় বিপাকে আয়োজকরা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

তুরাগে মাদক ও ছিনতাই বিরোধী সভা করায় বিপাকে আয়োজকরা

  • তুরাগ (উত্তরা)প্রতিনিধি
  • প্রকাশিত ২২ মার্চ ২০২১

রাজধানীর তুরাগের চন্ডালভোগ গ্রামে মাদক ও ছিনতাই বিরোধী আলোচনা সভা করায় বিপাকে পড়েছেন আয়োজকরা।

অভিযোগ উঠেছে, গত ২০শে মার্চ তুরাগ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ সংসদ নামের একটি সামাজিক সংগঠন। এই আলোচনা সভায় উঠে আসে ঢাকা মহানগর উত্তরের ৫৩ নং ওয়ার্ডের মাদক কারবারি ও ছিনতাইকারীদের নাম। এতেই ক্ষিপ্ত হয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। পরবর্তীতে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ সংসদের সভাপতি আবুল কালাম রিপনের বাসার ইন্টারনেটের লাইন কেটে দেয়াসহ আয়োজক কমিটির অন্য সদস্যদের বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করছে মাদক ব্যবসায়ীরা।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ সম্পাদক ও বঙ্গবন্ধু সমাজ কল্যাণ সংসদের সভাপতি আবুল কালাম রিপন বলেন, এলাকার ইয়াবা ও মাদকের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে কাজ করছি। গত ২০ শে মার্চ স্থানীয় তুরাগ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানসহ ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিনকে আমরা ডেকে এনে মাদক ও ছিনতাই বিরোধী একটি মতবিনিময় সভা করি। তবে কাজের কাজ কিছুই হয়নি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের কোনো তৎপরতা এরপর থেকে চোখে পড়েনি। উল্টো আমরা এখন মাদক ব্যবসায়ীদের হাতে  দিনের পর দিন নাজেহাল হচ্ছি। এখন  বাধ্য হয়ে বিষয়টি উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনারকে জানাতে হবে।

 এ বিষয়ে জানতে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads