• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
ব্রিজ ভেঙে ট্রাক খালে

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

ব্রিজ ভেঙে ট্রাক খালে

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মার্চ ২০২১

বাগেরহাট-মোল্লাহাট পুরাতন সড়কের চিত্রা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই একটি ট্রাক খালে পড়েছে। গতকাল সোমবার ভোরে মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতি এলাকায় এ ঘটনা ঘটে। ব্রিজ ভেঙে পড়ায় ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় কুলিয়া ইউপি চেয়ারম্যান বাবলু মোল্লা ঘটনাস্থল থেকে জানান, ভোরে বালুবোঝাই একটি ট্রাকসহ ব্রিজ পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে খালের মধ্যে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। এর ফলে এই রাস্তা দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন জানান, পুরাতন সড়ক দিয়ে বালুভর্তি ট্রাক যাওয়ার পথে চিত্রা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজে ওঠে। অতিরিক্ত ওজনের ফলে ব্রিজটি ভেঙে ট্রাকটি খালের মধ্যে পড়ে যায়। বিষয়টি বাগেরহাট সড়ক বিভাগকে জানানো হয়েছে। ইতোমধ্যে সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন।

বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন জানান, পুরাতন সড়কের বেইলি ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ হওয়াতে এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও কিছু চালক ওই পথে যাতায়াত করে। মোল্লাহাট উপজেলা প্রশাসনের মাধ্যমে ট্রাক পড়ে যাওয়ার খবর পেয়ে লোক পাঠিয়েছি। ২/৩ দিনের মধ্যে ওখানে বিকল্প ব্রিজ তৈরি করে যান চলাচল স্বাভাবিক করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads