• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
স্বাস্থ্যবিধি মানাতে কেরানীগঞ্জের ইকুরিয়ায় ভ্রামমাণ আদালত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

স্বাস্থ্যবিধি মানাতে কেরানীগঞ্জের ইকুরিয়ায় ভ্রামমাণ আদালত

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মার্চ ২০২১

কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ মানুষের মাঝে মাস্ক পরিধান জনসচেতনতা তৈরি করতে মাস্ক বিতরণ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান। গত কয়েক মাসের তুলনায় দেশে করোনার আক্রান্ত ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ডেউ সামাল দিতে মাস্ক পরিধান স্বাস্থ্যবিধি মানাতে কঠোর নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক ও সরকার। তাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরণ ও মাস্ক ব্যবহারে উদাসীনতার জন্য জরিমানাসহ ভ্রাম্যমান আদালত শুরু করছেন তিনি।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া বিআরটিএ'তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক পরিধান না করায় ৩ জনকে ১০০ টাকা করে জরিমানা করা হয়।এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে মানুষের মধ্যে সচেতনতার ও মানুষকে মাস্ক পরিধানের জন্য কঠোর নির্দেশনা ও ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা, মাস্ক বিতরণ,মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে বলেছেন। আজ কেরানীগঞ্জ ইকুরিয়া বিআরটিএ'র এ কার্যক্রম অব্যাহত রাখতে তিন জনকে ৪০০ টাকা জরিমানা ও মাস্ক বিতরন করেছেন ।

সেবা নিতে আসা সাধারন মানুষের উদ্দেশ্য করে আমেনা মারজান বলেন, আপনারা কোনে ভাবেই মাস্ক ছাড়া বাসা থেকে বের হবেন না। নিজে মাস্ক পড়ুন, অন্যকে বাঁচান । এ ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই।

এ সময় আনসার কমান্ডার সাদেক হোসেন ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads