• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
নোয়াখালীর সুবর্ণচরে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নোয়াখালীর সুবর্ণচরে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

  • সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মার্চ ২০২১

নোয়াখালীর সুবর্ণচরে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে । দীর্ঘদিন অপেক্ষার পর পুরনোদের পাশাপাশি নতুন ভোটাররা পাচ্ছেন এ কার্ড।ভোটারদের নিজ নিজ কেন্দ্রে গিয়ে এটি নিতে হবে।

মঙ্গলবার দুপুরে সুবর্ণচর উপজেলা মিলনায়তনে কুমিল্লা আঞ্চলিক কর্মকর্তা দুলাল তালুকদার স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সুবর্ণচরে এক লাখ ৮৩ হাজার ৪৩৪ জন ভোটার নতুন স্মার্ট কার্ড পাবেন। এর আগে ১ ডিসেম্বর সুবর্ণচরে একযোগে স্মার্ট কার্ড দেওয়ার কথা থাকলেও নির্বাচনের কারণে উপজেলায় স্মার্ট কার্ড বিতরণের সময়সূচি পেছানো হয়। শুরুতে চরবাটা এলাকায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এরপর পর্যায়ক্রমে ইউনিয়ন ও উপজেলায় ক্যাম্প করে কার্ড বিতরণ করা হবে। উপজেলার বিভিন্ন এলাকায় দুই মাস পর্যন্ত এ কার্ড বিলি করা হবে।

সুবর্ণচর উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু বিমলেন্দু কিশোর পাল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম,ভাইস চেয়ারম্যান বাহার চৌধুরী,জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম,সহকারী পুলিশ সুপার খালেদ ইবনে মালেক,উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল হাসান,চর জব্বার থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হকসহ জনপ্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধাগণ,শিক্ষক,সাংবাদিক,ছাত্র-ছাত্রীরা প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads