• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
সিরাজগঞ্জে আওয়ামী লীগ কর্মী খুন, আটক ৪

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সিরাজগঞ্জে আওয়ামী লীগ কর্মী খুন, আটক ৪

  • সোহেল রানা, সিরাজগঞ্জ
  • প্রকাশিত ২৫ মার্চ ২০২১

সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্ব‍াসের ছেলে ও ভাতিজার নেতৃত্বে হামলায় এনায়েতপুর আওয়ামী লীগ কর্মী আব্দুল জলিলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে সংবাদ সম্মলনে অভিযােগ করছেন এনায়তপুর থানা আওয়ামী লীগের নেত‍ৃবৃন্দ।

এই হত্যার ঘটনায় পুলিশ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযােগ করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি। এসময় চৌহালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত অভিযােগে উল্লেখ করা হয়, গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় এনায়েতপুর বেতিল স্কুল এ্যান্ড কলেজ মাঠে সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। সম্মেলনে ভােট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার পূর্বে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাস ও ভাতিজা নানু বিশ্বাসের নেতৃত্বে সস্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ডের সদস্য আব্দুল জলিলক কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়। এই হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads