• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

ফরিদপুরে কালোজিরার আবাদ বাড়ছে

  • ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ মার্চ ২০২১

ফরিদপুরে দিন-দিন কালোজিরার আবাদ বাড়ছে। অন্যান্য রবি শস্যের চেয়ে কালোজিরার দাম বেশি হওয়ায়, আবাদে খরচ কম, লাভ কয়েকগুণ বেশি হওয়ায় কালোজিরা চাষে ঝুঁকেছেন কৃষক। এছাড়া একই জমিতে সাথী ফসল হিসেবে কালোজিরার চাষ করে কৃষক এখন বেশ লাভবান হচ্ছে। করোনায় কালোজিরার চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে দামও।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতি বছরই কালোজিরা আবাদের জমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ফরিদপুরে গত বছর থেকে চলতি বছর ২০০ হেক্টর জমিতে কালোজিরা বেশি আবাদ হয়েছে। এ বছর প্রায় এক হাজার হেক্টর জমিতে কালোজিরা আবাদ করা হয়েছে।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, প্রতি বছরই মসলাজাতীয় ফসল আবাদে কৃষক আগ্রহী হচ্ছে। ফরিদপুরের মাটি ও আবহাওয়া কালোজিরা চাষের জন্য বেশ সহায়ক। কালোজিরার তেল ও মধু বেশ জনপ্রিয়। দেশ এবং দেশের বাইরেও এর চাহিদা রয়েছে। আমরাও কৃষকদের সব ধরনের কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads