• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

রঙ আর তুলির আঁচড়ে স্বাধীনতার ৫০ বছর

  • সুজন বর্মণ, নরসিংদী
  • প্রকাশিত ২৬ মার্চ ২০২১

রাস্তার পাশের দেয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসের এক টুকরো প্রতিচ্ছবি। শিল্পীর রঙ-তুলির আঁচড়ে এতে স্থান পাচ্ছে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম গৌরব ও অহঙ্কারের দিন। আঁকা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রোট্রেটসহ ভাষা সৈনিকের ছবিও। স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদীর শিল্পকলা একাডেমির সামনের রাস্তার দুই পাশের দেয়ালকে এভাবেই রাঙিয়ে তোলা হচ্ছে বিজয়ের রঙে। জেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছে বাধনহারা একাডেমির তরুণ চিত্রশিল্পীরা। তারা দিন রাত অক্লান্ত পরিশ্রমে দেয়ালের ক্যানভাসকে বাঙালির গৌরবের ইতিহাস দিয়ে রাঙানোর কাজ করছে।

সরেজমিনে দেখা যায়, জেলা শিল্পকলা একাডেমির সামনে নরসিংদী বিয়াম স্কুল, পাশে জেলার মুক্তিযোদ্ধাদের ভবন আর  পেছনে জেলার ব্যবসায়ীদের সংগঠন নরসিংদী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবন অবস্থিত। এখানে রাস্তার দুই পাশের দেয়ালগুলোতে কয়েকটি দলে বিভক্ত হয়ে ১২ থেকে ১৫ জন তরুণ-তরুণী চিত্র অঙ্কনের কাজ করছে। একদল ময়লা দেয়ালগুলোকে ঘষে পরিষ্কার করে সাদা রঙ করছে, অন্যদল চিত্র অঙ্কন করার জন্য নকশা করছে, আরেক দল রঙ-এর মিশ্রণ করে কাঙ্ক্ষিত রং তৈরি করতে। গত ১৮ মার্চ সকাল থেকে রাত পর্যন্ত তারা দেয়াল অঙ্কনের কাজ করছে। কোনো দেয়ালে পাখির কিচিরমিচির। কোনো দেয়ালে পহেলা বৈশাখ। কোনো দেয়ালে বায়ান্নের ভাষা আন্দোলনের চিত্র। মুক্তিযুদ্ধ, মানচিত্র, নদীর পালতোলা নৌকা, কৃষকের ধান কাটা, বাউল গানসহ বিখ্যাত চিত্রও স্থান পেয়েছে কোনো দেয়ালে। প্রতিটি চিত্রই নজর কাড়ছে সাধারণ মানুষদের।

কথা হয় চিত্রশিল্পী আতিফের সাথে। তিনি বলেন, আমরা আমাদের নিজেদের ভালোলাগা থেকে দেয়াল অঙ্কনের কাজ করতেছি। আগের ময়লা দেয়ালগুলোতে আমরা রঙ-তুলির মাধ্যমে রাঙিয়ে তুলছি।

বাঁধনহারা একাডেমির প্রশিক্ষক কামরুজ্জামান তাপু বলেন, আমরা শহরের মানুষেরা গ্রামকে ভুলে যাচ্ছি। গ্রামের মনোমুগ্ধকর প্রকৃতি ও শৈশবের কাটানো সেই দিনগুলোর কথাও ভুলে যাচ্ছি। নতুন প্রজম্মের ছেলে মেয়েরা যাতে মুক্তিযুদ্ধের চেতনা, গ্রামীণ জীবন, শৈশব, বাঙালির পহেলা বৈশাখসহ নিজ মাতৃভূমির সম্পর্কে জানতে পারে সেই লক্ষ্যেই জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনায় দেয়ালচিত্র তৈরি করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads