• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
সূর্যমুখী চাষ করে বিপাকে

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সূর্যমুখী চাষ করে বিপাকে

  • সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ মার্চ ২০২১

সূর্যমুখীর চাষ করে বিপাকে পড়েছেন উপজেলার চিত্রকোট ইউনিয়নের চেয়ারম্যান সামছুল হুদা বাবুল। কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য এ বছর তিনি ইউনিয়নের খালপাড় চকের দুই বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করেন। ফুলে ফুলে ভরে গেছে সেই জমি। সেখানেই সূর্যমুখী ফুল দেখতে উপচেপড়া জনতার ভিড়। চলছে সেলফি তোলার ঝড়। তবে সূর্যমুখীর হাসিতে ভালো ফলনের স্বপ্নও দেখছেন বাবুল। তবে সূর্যমুখীর চাষ করে বিপাকে পড়েছেন তিনি। তার চাষ করা সূর্যমুখীর দৃষ্টিকাড়া ফুলের মধ্যে কেউবা সেলফি, কেউবা স্বজন নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছবি তুলতে ভিড় করছেন সব বয়সের নারী-পুরুষ। সরকারি কর্মকর্তারাও পরিবার-পরিজন নিয়ে সেখানে ছুটে যাচ্ছেন। গত এক সপ্তাহ ধরে জমিতে চাষ করা সূর্যমুখী ফুলের ছবি ফেসবুকে ভাইরাল হলে গত ১৫ দিন যাবৎ সেখানে উপচে পড়ছে মানুষের ভিড়। দূর থেকেও মানুষ মাইক্রোবাস-কার, মোটরসাইকেলে করে ছুটে আসছেন।

ঢাকার মোহাম্মদপুর থেকে স্বামী-সন্তান নিয়ে ছবি তুলতে আসা গৃহবধূ আফসানা আফরোজ বলেন, ফেসবুকে ফুলের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে ছবি তুলতে এসেছি। কারণ ঢাকায় এমন পরিবেশ কোথাও নেই।

বন্ধুবান্ধব নিয়ে ছবি তুলতে আসা রামপ্রসাদ বিশ্বাস বলেন, মাঠজুড়ে এমন সূর্যমুখী ফুল কখনো দেখিনি। স্মৃতিতে ধরে রাখতে এখানে ছবি তুলতে এসেছি আমরা।

জমির মালিক সামছুল হুদা বাবুল বলেন, এবার দুই বিঘা জমিতে চাষ করা করেছি। পুরো মাঠজুড়ে ফুলে ভরে যাওয়াতে দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি হয়েছে। এখন সব শ্রেণির মানুষ ফটো তোলার জন্য ভিড় করছেন। মানুষের উপস্থিতি ভালো লাগছে। কিন্তু কিছু নারী-পুরুষ গাছ দুমড়ে-মুচড়ে ভেতরে গিয়ে ছবি তুলছেন যা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। লোকবল দিয়েও জমির মাঝে যাওয়া ঠেকানো যাচ্ছে না।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা জাহান তোরন জানান, সারাবিশ্বে সূর্যমুখী তেলের চাহিদা বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশে বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষ শুরু হয়েছে। সে লক্ষ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে কৃষককে সার ও বীজ বিতরণের মাধ্যমে এবার সিরাজদিখানে পাঁচ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। সূর্যমুখী চাষ করে সফলতার মুখ দেখছেন কৃষকরা। যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে সূর্যমুখী চাষ করে দ্বিগুণ লাভ করতে পারবেন। ফলে একদিকে উপকৃত হবেন, অপরদিকে মিটবে সূর্যমুখী তেলের চাহিদা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads