• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সরকারি নিদের্শনা অমান্য করায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে জরিমানা

  • কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২১

সরকারি নিদের্শনা অমান্য করার অপরাধে একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুজ্জামান।

সকালে কিশোরগঞ্জ উপজেলা শহরে অবস্থিত কিশোরগঞ্জ পাবলিক স্কুলে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতি পায় ভ্রাম্যমান আদালত। এসময় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এছাড়া সরকারিভাবে পরবর্তী নিদের্শনা না আসা পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

এদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় এক ব্যক্তি স্বাস্থ্যবিধি না মেনে বাজারে যত্রতত্র চলাফেরা করায় ভ্রাম্যমান আদালত তাকে ১০০ টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুজ্জামান জানান, সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করছি। ১৮ দফা বাস্তবায়ন ও সাধারণ মানুষদের সচেতনতা বৃদ্ধির জন্য এ জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা বেগম গতকাল বুধবার স্বাস্থ্যবিধি না মেনে চলায় ১০ ব্যক্তির জরিমানা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads