• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
কক্সবাজারের কুতুপালংয়ে মার্কেটে আগুন, নিহত ৩

সংগৃহীত ছবি

সারা দেশ

কক্সবাজারের কুতুপালংয়ে মার্কেটে আগুন, নিহত ৩

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ এপ্রিল ২০২১

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের কাছে কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন কয়েকজন। এছাড়া আগুনে পুড়ে গেছে বেশকিছু দোকান ও স্থাপনা।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইমদাদুল হক জানান, বৃহস্পতিবার রাত আড়াইটায় উখিয়ার কুতুপালং বাজারের একটি দোকানে আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ সময় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আগুনে পুড়ে গেছে বেশকিছু দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও সহযোগিতা করেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ সম্ভব হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এর আগে, গত ২২ মার্চ কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সরকারি হিসেবে সেই অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়, আনুমানিক ৪৫ হাজার মানুষ ঘরহারা হয়ে পড়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads