• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯
কেরানীগঞ্জ গণহত্যা দিবস পালিত 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জ গণহত্যা দিবস পালিত 

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০২ এপ্রিল ২০২১

আজ ২ এপ্রিল কেরানীগঞ্জে গণহত্যা দিবস। প্রতি বছরের মতো এবারো যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। 

১৯৭১-এর ২৫ মার্চ রাজধানীতে যে হত্যাযজ্ঞ চালানোর পর দ্বিতীয় ধাপে আবার যে হত্যাকাণ্ড চালায় সেটা কেরানীগঞ্জে। এই দিনে পাকিস্তানি হানাদাররা এখানে প্রায় ৫ হাজার মানুষকে গুলি করে হত্যা করে। কেরানীগঞ্জবাসীর জন্য এটি ভয়াবহ স্মৃতিবিজড়িত দিন।

দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন,কেরানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ,কেরানীগঞ্জ প্রেসক্লাব,সাংস্কৃতিক ব্যক্তি,বুদ্ধিজীবীরা মনু বেপারী ঢালে সকালে শহীদ বেদীতে ফুল দিয়ে নানা কর্মসূচি পালন করছে। তবে করোনা মহামারির কারণে সব কর্মসূচি সংক্ষিপ্ত ও ছোট পরিসরে আয়োজন করা হয়েছে।

এসব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও গণফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাইদ।

এ সময় শহীদের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম মামুন, আগানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু ও সাধারণ সম্পাদক মো. জাকির আহমেদ ,কালিন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক, সর্বস্তরের মানুষ।  

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads