• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
অগ্নিযোদ্ধাদের রাজ্যে ২০০ প্রজাতির বৃক্ষ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

অগ্নিযোদ্ধাদের রাজ্যে ২০০ প্রজাতির বৃক্ষ

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২১

ঘোড়াঘাট উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনজুড়ে শোভা পাচ্ছে ২শ প্রজাতির দেশি-বিদেশি নানা জাতের বৃক্ষ-ফলদ, বনজ কিংবা ভেষজ। সব শ্রেণির বৃক্ষ রয়েছে এই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনে। গোলাপ, গাঁদা, জুঁই, সন্ধ্যামালতিসহ ফুটে আছে জবা, জিনিয়া, ছিলোছিয়া ও কছমছ। আরো রয়েছে, নয়নতারা, হাসনা হেনা, ডালিয়া, পেটুনিয়া ও কলাবতী। শুধু এসব গাছই নয়, এসব গাছের আবার রয়েছে বেশ কয়েকটি করে প্রজাতি। প্রজাতি ভেদে একই জাতের রয়েছে বেশ কয়েক রঙের ফুল। স্টেশনের ছাদবাগান, স্টেশন অফিসারের শোবার ঘর এবং রান্নাঘরে দেখা মিলল দেশি-বিদেশি আরো অনেক জাতের বৃক্ষ। এসবের মধ্যে রয়েছে পিটুনিয়া, ডায়ানথাছ, গেজেনিয়া, হাজারি গোলাপ, ছিডাম, রুহেলিয়া, ছাপড্রাগন, কৈলাশ, দুপাটি, লুপিন, গন্ধরাজ ও বেবি টিয়ার। আরো রয়েছে চায়না টগোর, এরিকা পাম্প, অপরাজিতা, সিলভিয়া, বকুল, পাথর কুচি, কুঞ্জলতা, এরুরিয়া, কাটামুকুট, রিয়োপ্লান্ট, ক্যাকটাছ, অরকিট ও মেরেন্ডাসহ স্ট্রিম অব টিয়ার, স্ট্রিম অব হার্ট, অ্যালোভেরা।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মুক্তি মাহমুদ বলেন, আমাদের স্টেশন অফিসার খুবই শৌখিন। কাজের ফাকে তিনি অধিকাংশ সময় বৃক্ষ রোপণ এবং বৃক্ষের পরিচর্যায় নিজেকে ব্যস্ত রাখেন। এ বছর আমাদের স্টেশনের আশেপাশে প্রায় তিনটি বিয়ের অনুষ্ঠানের সম্পূর্ণ ফুল আমরা আমাদের স্টেশন থেকে বিনামূল্যে উপহার স্বরূপ দিয়েছি। এছাড়া আমাদের স্টেশনে কোনো অতিথি বা পরিদর্শক এলে বিভিন্ন বৃক্ষের চারা তাদেরকে উপহার হিসেবে দেওয়া হয়।

স্টেশন অফিসার নয়ন চৌধুরী বলেন, ছোট বেলা থেকেই গাছের প্রতি আমার প্রবল নেশা। চাকরিতে যোগদানের পর আমার সেই নেশা অনেকাংশে বেড়ে যায়। আমি সেখানেই যাই, আমার লক্ষ্য থাকে নতুন কোনো প্রজাতির গাছের চারা সংগ্রহ করা। এখনো পর্যন্ত আমি প্রায় দুই শতের অধিক বৃক্ষ আমার সংগ্রহশালায় রেখেছি। দেশি-বিদেশি থেকে শুরু করে নানা প্রজাতির বৃক্ষ আমার কাছে রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads