• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দাফন সম্পন্ন 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দাফন সম্পন্ন 

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২১

নেত্রকোণার কলমাকান্দায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। নুরুল ইসলামের জানাজ শনিবার বেলা ১১ টায় কলমাকান্দা উপজেলা সদরে স্টেডিয়াম মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। 

এর আগে, তার কফিনে সালাম প্রদর্শন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি  ও কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা এবং কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক। 

কলমাকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ৭১ এর যুদ্ধকালীন সময়ে আনোয়ার কোম্পানি নেতা এবং  উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন নুরুর ইসলাম।

মরহুমের জানাজায় নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা  মো. আশরাফ আলী খান খসরু এমপি , জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, নেত্রকোণা - ১  আসনের সাবেক  সংসদ-সদস্য মোশতাক আহমেদ রুহী,  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী  কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক , উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাসসহ জেলা ও  উপজেলার বীর মুক্তিযোদ্ধারা,আওয়ামী লীগ , অঙ্গসংগঠন এবং ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ হাজারো  মুসল্লীগন অংশ গ্রহন করেন। 

জানাজা শেষে কলমাকান্দা সদর ইউনিয়নের  মুক্তিনগর নিজ বাড়ীতে  পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

উল্লেখ্য, গত ১৮ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ  মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি হন। পরে গত (২ এপিল) শুক্রবার  চিকিৎসাধীন অবস্থায়  বিকাল ৪টা ৩০ মিনিটে মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads