• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
সখীপুরে লকডাউন বিধিনিষেধ না মানায় জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে লকডাউন বিধিনিষেধ না মানায় জরিমানা

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২১

টাঙ্গাইলের সখীপুরে লকডাউন বিধিনিষেধ না মানায় ব্যবসায়ী ও পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী পৌরশহরসহ বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পুলিশ সদস্যরা আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

আদালত সূত্র জানায়, করোনাভাইরাস ব্যাপক হারে বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এই নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হওয়ায় এবং অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখায় ব্যবসায়ী ও পথচারীকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ইউএনও চিত্রা শিকারী এ তথ্য নিশ্চিত করে জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads