• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
চলাচলের উপযোগী হয়নি ছয় বছরেও

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

চলাচলের উপযোগী হয়নি ছয় বছরেও

  • আবু বাক্কার মাঝি, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ)
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০২১

টঙ্গীবাড়ীতে খালের ওপর নির্মিত সেতুটি কোনো কাজে আসছে না। ২০১৫ সালের ২৫ আগস্ট স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় দিঘীরপাড় এফ আর বি-বিয়ানিয়া বাজার সড়কে ৭৫ মিটার ব্রিজ নির্মাণ উদ্বোধন করেন সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। সেতুটির এক পাশে সড়ক ভালো থাকলেও অন্যপাশে বেহালদশা। রহিমগঞ্জ (বিয়ানিয়া) বাজার হতে টঙ্গীবাড়ী উপজেলায় যাতায়াতের জন্য কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। অথচ সেতু নির্মাণের প্রায় ছয় বছর পার হলেও সড়ক সংস্কার না থাকায় কোনো কাজে আসছে না সেতুটি। শুধু মাত্র পায়ে হেঁটে ও কিছু সংখ্যক অটোবাইক ঝুঁকি নিয়ে যাতায়াত করে।

রহিমগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী শাহিন বলেন, সেতুটির দক্ষিণ পাশে বাজার সংলগ্ন সড়কটি ভালো রয়েছে। কিন্তু উত্তর পাশের যোগাযোগব্যবস্থার সড়কটির করুণদশা। লাখারন শিমুলিয়া সড়কটি কাঁচা মাটি দিয়ে নির্মিত। আর শিমুলিয়া-মারিয়ালয় সড়কটি কিছু অংশ কাঁচা মাটি ও কিছু অংশ ইট দিয়ে নির্মিত। ফলে সামান্য বৃষ্টি হলেই কাঁদা মাটির সড়কগুলো বেহালদশায় পরিণত হয়। সড়কটি সংস্কার করে পিচ ঢালাই করে দিলে সেতুটি দিয়ে যানবাহন চলাচল করা যেত।

গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, লাখারন-শিমুলিয়া সড়কটি কাঁচা দিয়ে তৈরি। সড়কটি বিভিন্ন স্থানে গর্ত রয়েছে। সেতুটির একপাশে অ্যাপ্রোচ সংস্কার করা প্রয়োজন।

এ বিষয়ে কাঠাদিয়া-শিমুলিয়া ইউপি চেয়ারম্যান নুর হোসেন বেপারী বলেন, সড়ক সংস্কার হলে সেতুটি দিয়ে যানবাহন চলাচল করা সম্ভব। তবে দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা হবে।

এবিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জগলুল হালদার ভুতু বলেন, সড়কটি সংস্কার করে সেতুটি দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads