• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
সাত দিনে দ্বিগুণ দেওয়ার প্রলোভনে কোটি টাকা লুট

সংগৃহীত ছবি

সারা দেশ

সাত দিনে দ্বিগুণ দেওয়ার প্রলোভনে কোটি টাকা লুট

  • আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০২১

‘যা জমা দেবেন এক সপ্তাহের মধ্যে তার দ্বিগুণ ফেরত পাবেন’ এমন প্রলোভন দিয়ে এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামে একটি সংস্থার বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম আত্রাই থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ওই অফিস থেকে তিনজনকে আটক করেন এবং ভুক্তভোগী অনেককে উদ্ধার করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীরা আত্রাই থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলার খোলাপাড়ায় ‘এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামে সংস্থাটি তিন মাস আগে একটি অফিস খোলে। ইন্স্যুরেন্স এলাকার তরুণীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রলোভনে সঞ্চয় হিসাব খুলতে উদ্বুদ্ধ করে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। তাদের প্রতারণার শিকার হয়ে এলাকার বিভিন্ন গ্রামের ছয় শতাধিক মহিলা সেখানে সঞ্চয় হিসাব খোলেন। এদিকে সঞ্চয়ী মহিলাদের বিভিন্ন সময় প্রশিক্ষণের নামে একটি ঘরে নিয়ে মোটা অংকের টাকা জমা করতে উদ্বুদ্ধ করা হয়। সেখানে তাদের শোনানো হয় ‘যা জমা দেবেন এক সপ্তাহের মধ্যে তার দ্বিগুণ ফেরত পাবেন’। এমন প্রতারণার ফাঁদে পড়ে উপজেলার বিভিন্ন গ্রামের ছয় শতাধিক মহিলা পঞ্চাশ থেকে সাড়ে তিন লাখ পর্যন্ত টাকা ওই অফিসে জমা দেন। টাকা জমা দেওয়ার এক সপ্তাহ পর দ্বিগুণ টাকা ফেরত চাইলে সংস্থাটির কর্মকর্তারা কালক্ষেপণ করতে থাকেন। এরই মধ্যে বিষয়টি জানাজানি হলে গত রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখারুল ইসলাম পুলিশকে সঙ্গে নিয়ে অফিসে হানা দেন। এ সময় অফিসে কর্মরত ম্যানেজার নূরুন্নবী ইসলাম (৪৮), বকতিয়ার হোসেন ডায়মন্ড (৩৩) ও রবিউল ইসলামকে (৩৫) আটক করেন। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় ভুক্তভোগী ৪০ জন মহিলাকে। ভুক্তভোগীরা হলেন— উপজেলার মহাদীঘি গ্রামের লিপি, শাহেরা শারমিন, মাহবুবা খানম, সুমাইয়া সনি, কাশিয়াবাড়ি গ্রামের বৃষ্টি আক্তার, জাতপাড়া গ্রামের হিরা, শাহাগোলা গ্রামের সুমাইয়া সুলতানা, শিমুলিয়া গ্রামের ছাবিনা। তারা জানান, ছয় শতাধিক তরুণী প্রত্যেকে ৫০ হাজার থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত এ অফিসে জমা দিয়েছেন। কিন্তু তাদের টাকা নিয়ে দ্বিগুণ টাকা তো দূরের কথা, আসল টাকাও তারা ফেরত পাচ্ছেন না।

আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক কাজি বলেন, ইন্স্যুরেন্সের আড়ালে তারা ভয়াবহ প্রতারণার বাণিজ্য শুরু করেছে। ভুক্তভোগীদের অভিযোগের আলোকে গত সোমবার আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকতেখারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে যাদেরকে পেয়েছি তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছি। তবে মূল হোতাদের পাওয়া যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads