• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীকে ছাড় নয়: হানিফ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীকে ছাড় নয়: হানিফ

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০২১

ধর্মের নামে অরাজকতা ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারী কাউকে এখন থেকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজত ইসলামের নেতাকর্মীদের দ্বারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও দলীয় নেতাদের বাড়িঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গত শনিবার সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ ঘেরাও হওয়ার পর ওইদিন রাতে হেফাজত ইসলামের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করতে আজ দুপুর ১২টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল সোনারগাঁয়ে আসেন।

এসময় মাহবুবুল আলম হানিফ বলেন, যারা হামলার শিকার হয়েছেন, তারা মামলা করুন, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

হেফাজত ইসলামের এমন তাণ্ডব অরাজকতা মেনে নেওয়া যায় না। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সোনারগাঁ মোগড়াপাড়া এলাকায় এসে প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। পরে হামলায় ক্ষতিগ্রস্ত উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির বাড়ি পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাংসদ মৃনাল কান্তি দাস, আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ মির্জা আজম, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ।

দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন শেষে আওয়ামী লীগের প্রতিনিধি দল স্থানীয় একটি রেষ্টুরেন্টে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন। এ সময় মাহবুবুল আলম হানিফ আরো বলেন, এখন থেকে ধর্ম ব্যবসায়ীদের আর কোনো ছাড় দেওয়া হবে না। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে তাদের নাম ঠিকানা সংগ্রহ করে থানায় মামলা দিন।

আমরা নমনীয় থাকার কারণে সারাদেশে হেফাজত ইসলামকে ইন্ধন দিয়ে বিএনপি ও জামায়াত ইসলামী ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করেছে। ধর্ম নিয়ে আর কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। হেফাজত নেতা মামুনুল হক রির্সোটে এসে পরনারী নিয়ে আমোদফুর্তি করে ইসলাম বিরোধী কাজ করেছে। এসব ধর্ম ব্যবসায়ীরাই আবার নানা ধরনের ফতুয়া দেয়। তাদের কাছে এদেশের নারী সমাজ ও ইসলাম কোনটাই নিরাপদ নয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads