• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
কক্সবাজারের হিমছড়ি সৈকত এলাকায় বিশালাকার মৃত তিনি

সংগৃহীত ছবি

সারা দেশ

কক্সবাজারের হিমছড়ি সৈকত এলাকায় বিশালাকার মৃত তিনি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০২১

কক্সবাজার জেলার রামু এলাকায় সমুদ্র সৈকতে পড়ে আছে বিশালাকৃতির একটি মৃত তিমি। বেলা সাড়ে বারটার দিকে জোয়ারের পানি নামতে শুরু করলে তিমিটি স্থানীয় লোকজনের চোখে পড়ে।

হিমছড়ি ও দরিয়ানগর নামক এলাকার মাঝামাঝি একটি জায়গায় তিমিটিকে পাওয়া গেছে বলে বলছেন স্থানীয় সাংবাদিক তারিকুর রহমান।

তিনি বলেন, ঠিক কখন কিভাবে ভেসে এসেছে তিমিটি তা বোঝা যাচ্ছে না, তবে কয়েকদিন আগেই যে মারা গেছে তা নিশ্চিত - কারণ তিমিটি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আমিন আল পারভেজও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, "প্রাণী সম্পদ কর্মকর্তারা তিমিটির মৃত্যুর কারণসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করবেন। এর পর তাদের পরামর্শ নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

তিনি বলেন, সাধারণভাবে মনে হচ্ছে বেশ কয়েকদিন আগেই মারা গেছে এটি এবং সে কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় খুব দ্রুতই এটিকে অপসারণ করতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads