• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
৫টার পর দোকান খোলা রাখলে কঠোর ব্যবস্থা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

৫টার পর দোকান খোলা রাখলে কঠোর ব্যবস্থা

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০২১

বিকাল ৫টার পর কোনো দোকান খোলা রাখলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ। শুক্রবার বিকেলে তিনি হাজীগঞ্জ প্রেসক্লাব, বাজার ব্যবসায়ী সমিতি, স্থানীয় জনপ্রতিনিধি, হকার্স মার্কেট মালিক সমিতি, সিএনজি মালিক সমিতি, বাস মালিক সমিতির সাথে মতবিনিময়কালে এ হুঁশিয়ারি দেন।

ওসি মো. হারুনুর রশিদ বলেন, সকাল ৯টা থেকে স্বাস্থ্যবিধি মেনে বিকাল ৫টা পর্যন্ত শপিংমলসহ সকাল দোকান খোলা থাকবে, বিকাল ৫টায় সকল দোকান বন্ধ হয়ে যাবে এ জন্য আমি সকল ব্যবসায়ীদের কাছে সহযোগিতা চাই।

তিনি বলেন, কোথায় কি হলো সেটা আমার দেখার বিষয় নই। হাজীগঞ্জে কি হলো সেটাই আমার দেখার বিষয়।

তিনি বলেন, চাঁদপুরের অন্যতম বাণিজ্যিক নগরী হাজীগঞ্জ। বিভিন্ন জেলা উপজেলা হাজীগঞ্জকে ফলো করে। হাজীগঞ্জ বাজার হবে অন্যতম মডেল।

তিনি বলেন, শুধু ব্যবসা করলে হবেনা, জীবন-জীবিকা সবই লাগবে। এ জন্য স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে হবে। আপনি বাঁচলে, আপনার পরিবার বাঁচবে। সুতরাং পরিবারের দিক বিবেচনা করে হলেও সীমিত আকারে ব্যবসা করে জীবন বাঁচাতে হবে।

তিনি বলেন, কোনভাবেই সিএনজির সামনের সিটে যাত্রী বসাতে পারবে না। সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়তে হবে।

মতবিনিময় সভায় সিদ্ধান্ত গৃহীত হয় ব্যবসায়ী সমিতির ও হাজীগঞ্জ থানার উদ্যোগে বাাজারে মাইকিং করে নির্দেশানা পালন করার ব্যাপারে ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সুমন তপদার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহ আলম, চাঁদপুর জেল সড়ক পরিবহন সমিতি ১২২০ এর সভাপতি মো. বাবুল মিজি, হকার্স মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল হোসেন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads