• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৪ জেলে আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৪ জেলে আটক

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ১০ এপ্রিল ২০২১

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৩৪ জেলেকে আটক করেছে মৎস্য প্রশাসন। শনিবার বিকেলে ভোলার ইলিশা সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩টি ট্রলার জব্দ করা হয়।

ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন জানান, ইলিশ রক্ষায় থানা পুলিশের সহায়তায় মৎস্য অধিদপ্তরের একটি দল সদর উপজেলার ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে অভিযানে নামে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১০ হাজার মিটার জাল ও ৩টি মাছ ধরার ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়ার পাশাপাশি জব্দ করা ১০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হবে। এছাড়া জব্দকৃত তিনটি টলার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদন বাড়ানোর জন্য ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সবধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে মৎস্য বিভাগ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads